Steal Like an Artist by Austin Kleon — Bangla Review

Shoaib Mahmud
4 min readJan 22, 2021

--

Image Source: https://cvanderspek.com/2016/11/01/steal-like-an-artist/

প্রথমেই ধন্যবাদ আপনি লিঙ্কটা ওপেন করে আমাকে সম্মান করেছেন। আমার কাছে আপনার এক কাপ চা পাওনা রইলো। কবে খেতে চান জানায়েন।

তো শুরু করে দেয়া যাক…

আমার পড়া কয়েকটা বই যেগুলো আমাকে একজন Product Designer হতে সাহায্য করেছে তার মধ্যে একটা হচ্ছে Steal Like an Artist । এই বইটির সামারি আমি নিজের মতো করে বলার চেষ্টা করবো

লেখক Austin Kleon চরম মজার একজন মানুষ । বেশি মজা দিয়ে গিয়ে বইতে ইনফরমেশন তেমন একটা দেয়নাই। কিন্তু যা দিয়েছে সেগুলো অনেক গুরুত্বপূর্ণ। পড়তে খুব বেশি সময় লাগবেনা। বড়বড় অক্ষরে এবং বড় বড় চিত্র দিয়ে পৃষ্ঠা ভরেছে। খুবই সহজ সাবলীল ভাষায় লেখা।একই কথা আগে পিছে লাগায় বারবার বলেছে। উনার সব বইতে উনি এই কাজই করে।
উনার লেখা আরও ২ টা বই হচ্ছে…

প্রথম দিকে যখন ডিজাইন শুরু করি, ফেসবুকে দেখতাম অনেকেই সুন্দর সুন্দর ডিজাইন শেয়ার করে।দেখতাম আর আফসোস করে বলতাম... আল্লাহ্‌ আমার মাথা থেকে এমন কিছু বের হয়না কেন! আমি মনে হয় Creative না! আমাকে দিয়ে আদৌ কিছু হবে?? আল্লাহ্‌ জানে! সবাই আমার থেকে কতো বেশি জানে।আমি ডেউয়া!

তারপর একদিন কিছু না ভেবেই আরেকজনের দেখাদেখি অনলাইনে ৫ টা ডিজাইনের বই অর্ডার করি। তার মধ্যে একটা হচ্ছে Steal Like An Artist, নিন্মমানের পেজের ফটোকপি বই হওয়ার পরেও এই বইটার লেখা স্পষ্ট ছিল তাই এটাই আগে পড়া শুরু করেছিলাম। বইটা শুরু করার কিছুক্ষণের মধ্যে যে লাইনে আমার চোখ আটকে যায়...

কোন কিছুই আসল না

উদাহরণ দিয়ে বলি, প্লে স্টোরের / অ্যাপ স্টোরের যেকোনো একটা অ্যাপ নামান। ঐ অ্যাপের মধ্যে অনেক ফিচার / স্ক্রিন আছে যা আপনি আগে কোথাও না কোথাও দেখেছেন।একদম নতুন কিছু না। ইউএক্স ডিজাইনাররা না পারতে নতুন কিছু তৈরি করার চেষ্টা করেনা। তারা বিশ্বাস করে

Never Reinvent the Wheel

চেষ্টা করে ইউজারের Mental Model এর আসে পাশে থাকতে। যাতে করে ইউজার অ্যাপে ঢুকে না বলে... হায় হায় এইডা আমি কই আইলাম! ইউজারের কাছে যেন বিষয়গুলো মোটামুটি পরিচিত লাগে এবং ব্যাবহার করতে যাতে কোন সমস্যা না হয় সেইটা নিশ্চিত করার জন্য Designer কে টেকাটুকা দিয়া রাখে!

লেখক বইতে বারবারই বলেছেন পৃথিবীর কোন কিছুই আসল না। ভিন্ন ভাবে সমন্বয়। Creativity সত্যিকার অর্থে সমন্বয়।

Creative হবার জন্য জিনিয়াস হবার দরকার নেই

যেটা দরকার সেটা হচ্ছে আঠা দিয়ে একজায়গায় লেগে থাকা।আপনি সেই কাজটাই অনেক সময় নিয়ে করতে পারবেন। যেটা আপনি করতে ভালবাসেন।তাই আপনি কি পছন্দ করেন,কি করতে সবচেয়ে বেশী ভালোবাসেন সে দিকটা নিয়ে একটু একটু পড়াশোনা করতে হবে।

কাউকে ফলো করে করে শেখেন

একটা ভালো ডিজাইনারকে টার্গেট করুন। তার করা ডিজাইন A-Z কপি করার চেষ্টা করুন। Color, Shadow, Spacing etc. এই ডিজাইনটা ডিজাইনার কেন করলো সেটার পেছনের কাহিনী ভালো করে বোঝার চেষ্টা করুন। কোথাও নিজের বইলা পোস্ট কইরেন না। এটা শুধু আপনার শেখার জন্য। আপনি যখন একজন ভালো ডিজাইনারের কাজ হুবুহু কপি করতে পারবেন তখন নিজের মধ্যে একটা ভালো কনফিডেন্স পাবেন। তারপর সেটাকে ওলট পালট করে দেখেন কেমন লাগে।অন্য রং দেন, একটু ভিন্ন ভাবে তুলে ধরার চেষ্টা করেন।

কাজগুলো প্রতিদিন করেন, একটা সময় চলে আসবে যখন আপনি নিজে থেকেই এমন কিছু করতে পারবেন যেটা দেখে অন্যরা “ Creative” বলবে!

প্রচুর প্রচুর প্রচুর ডিজাইন দেখুন

যত বেশি ভালো ডিজাইন দেখবেন এই সমন্বয় ততো ভালো হবে। লাইভ সাইট / অ্যাপ গুলো কে ফলো করুন। ইউজ করে করে দেখেন।

ভালো জিনিষ দেখবেন, ভালো জিনিষ বের হবে। খারাপ জিনিষ দেখবেন, খারাপ জিনিষ বের হবে।

এখন আমি যদি অন্যের করা কাজ হুবুহু করি তাহলে নিশ্চয়ই সেটা creativity হবে না! বরং তা চুরি হবে এবং সেটা অন্যায়। লেখক আপনাকে কিন্তু চুরি করতে বলেছেন কিন্তু সেটা ডাইরেক্ট CTRL+C & CTRL+V না। Inspiration নিতে বলছে। অর্থাৎ আপনি যে কোন বিষয় কারোর কাছ থেকে নিতেই পারেন তারপর সেটাকে নিজের প্রয়োজন মতো করে আরও ইউজেবল এবং সুন্দর করে তুলতে পারেন। সেটাই হবে আপনার creativity।

কপি করে আরও ভালো কিছু বানান

হিন্দি Hera Pheri সিনেমা দেখেছেন?

কমেডি ধাচের মধ্যে এটাকে Cult Film মানা হয়। এটা কিন্তু ছিল মালালায়াম সিনেমা Ramji Rao Speaking এর রিমেক। সেম স্ক্রিপটকে কতটা অতুলনীয় করে তোলা যায় সিনেমাটা তার একটা অসাধারণ উদাহরণ।

এর উল্টাও হচ্ছে...বাংলাদেশে সুপারম্যান, রবোকপ সিনেমাকে কপি করার চেষ্টা করেনি?
কি বানিয়েছে সেটা নিয়ে নাই বললাম। এটাকে বলে Steal Like an Idiot

মাথায় ডেকচি দেয়া ছবির নায়কটি আমার একসময়ের অনেক প্রিয়

আপনি নিত্য নতুন ধারনা আপনার চারপাশ থেকেই নেন এবং সেটাকে নিজের মত করে সাজাবেন। যেভাবে করলে আপনার প্রবলেম শলভ হবে সেইভাবে করেন। কোন একজনের কাজের হুবুহু কপি না করে, সেটাকে অনুসরণ করে সেই নতুনত্য আনার চেষ্টা করেন।একজন শিল্পী কিন্তু রঙ খুঁজে পায় প্রকৃতি থেকে। তার পর তাতে আরও রঙ মিশিয়ে পুরনো অবকাঠামোকে নতুন রূপ দান করেন।

শেষ কথা

আপনাকে একজন দক্ষ ডিজাইনার হতে হলে প্রচুর সময় দিতে হবে। কোন শর্টকাট নাই।

আচ্ছা একটা শর্টকাট আছে। শিখাই দেই কাজে লাগবে।

রহিম এবং করিম ২ বন্ধু। রহিম দিনে ১ ঘণ্টা করে ডিজাইনে সময় দেয় করিম দিনে ৫ ঘণ্টা করে ডিজাইনে সময় দেয়

রহিমের ৫ মাসের অভিজ্ঞতা = করিমের ১ মাসের অভিজ্ঞতা

এইভাবে আপনি এগিয়ে যেতে পারেন। বেশি বেশি সময় দিয়ে।

Yeah Clap Time!

লেখা ভালো লাগলে Clap দিয়েন।৫০ টা দেয়া যায়। এতো লাগবেনা। ১ টা হলেই বুঝবো এই লেখা আপনার ভালো লেগছে।
আমার আগের লেখা...

Connect me on LinkedIn
Visit my website

Cheers

ব্যক্তিগতভাবে আমি আরেকটা লেখা আপনাদের recommend করবো। Surja Sen Das Raj ভাই এর লেখা। উনি Zomato তে Lead Product Designer ছিলেন। ইচ্ছা থাকলে কি না করা যায় এটা পড়লে জানতে পারবেন

--

--

Shoaib Mahmud

I’m a Freelance Product Designer based in Dhaka, Bangladesh. I write about product design, books, productivity & happiness. shoaibux.com